নেত্রকোণায় দুর্ঘটনা: বাস চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা

নেত্রকোণায় কেন্দুয়া উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় বাস চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 09:36 AM
Updated : 2 Sept 2018, 09:53 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহজাহান মিয়া জানান, নিহত যাত্রী শরীফ মিয়ার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে রোববার দুপুরে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে চালক ও তার সহকারীকে অজ্ঞাত বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে বেপোরোয়া গতিতে সড়কে গাড়ি চালিয়ে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।   

শনিবার দুপুরে কেন্দুয়া বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী একটি অটোরিকশার সঙ্গে কাঁঠালতলা মোড়ে বিপরীতমুখী মায়ের দোয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান; আহত হন তিনজন।

আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান জানান।