বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে; এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 08:40 AM
Updated : 2 Sept 2018, 08:42 AM

উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড়ে শনিবার রাত দেড়টার দিকে ও মহিপুর এলাকায় রাত ১২টার দিকে দুর্ঘটনাগুলো ঘটে বলে শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসারদীঘি গ্রামের সবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম তাজ (৩৫), কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিঠু (৩৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাজুনিয়াপাড়া গ্রামের রঞ্জু শেখের ছেলে সাজ্জাদ হোসেন (২২)।

আহতদের মধ্যে ঢাকার পুলিশের বিশেষ শাখায় (ডিএসবিতে) কর্মরত মোরশেদ আলমকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বলেন, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মহিপুর এলাকায় বগুড়াগামী চাঁদনী ক্লাসিকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদনী ক্লাসিকের চালক মিঠুসহ ৩২ জন যাত্রী আহত হন।

“তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মিঠু ও এনা পরিবহণের যাত্রী সাজ্জাদের মৃত্যু হয়।”

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মণ্ডল বলেন, ধুনট মোড়ে এসআর ট্রাভেলসের একটি বাস পেছন থেকে একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দিলে আটজন আহত হন। 

“তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে এসআর ট্রাভেলসের সুপারভাইজার জাহিদুলের মারা যান।”