গাজীপুরে আগুনে পুড়ল ঘর

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আগুন লেগে একটি ঘর ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 04:52 AM
Updated : 2 Sept 2018, 04:52 AM

উপজেলার তরগাঁও উত্তরপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়িতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.জাকারিয়া হোসেন বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ও মনোহরদী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে ঘর ও ঘরের মালামাল এবং বারান্দায় খোয়ারে থাকা ১৫টি হাঁস, দশটি মুরগি ও চারটি কবুতর পুড়ে যায়। দগ্ধ হয় একটি গরু।”

এ সময় আগুনের ধোঁয়ায় হাবিবুরের বোন আসমা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।