বগুড়ায় ছাত্রীকে ছুরিকাঘাত, মামলায় যুবলীগ নেতার ছেলে

বগুড়া সদরে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে স্থানীয় এক যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 05:46 PM
Updated : 1 Sept 2018, 05:47 PM

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গত ৩০ অগাস্ট ওই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটলেও মেয়েটির বাবা শনিবার থানায় মামলা করেছেন।

এজাহারে বগুড়া যুবলীগ নেতা মাহফুজুল আলম জয়ের ছেলে অভিসহ তার আরও চার সহযোগীকে আসামি করা হয়েছে বলে ওসি জানান।

আহত কলেজ ছাত্রীকে (১৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির এই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লারেও কাজ করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, উপশহর এলাকার বাসিন্দা মাহফুজুল আলম জয়ের ছেলে অভি তার মেয়েকে কলেজে যাওয়া-আসার পথে অশালীন কথাবার্তা বলত। এমনকি খুন-জখমের হুমকিও দিত।

অভিযোগ করা হয়, গত ৩০ অগাস্ট বিকেল ৪টার দিকে তার মেয়ে বাড়ি থেকে তার কর্মস্থলে যাওয়ার পথে করনেশন স্কুল ও কলেজের সামনে অভিসহ ৩/৪ জন দুটি মোটরসাইকেলে তার পথরোধ করে। এরপর তারা তার মেয়েকে এলোপাথারী কিল-ঘুষি মারতে শুরু করে।

এক পর্যায়ে আসামি অভি তার কাছে থাকা চাকু দিয়ে তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে উরুর নিচে ছুরিকাঘাত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিসহ তার সহযোগীরা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।