নেত্রকোণায় বাস-অটো সংঘর্ষে নিহত ৪

নেত্রকোণায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 10:58 AM
Updated : 1 Sept 2018, 10:58 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া জানান, শনিবার বেলা সোয়া ২টার দিকে কেন্দুয়া উজেলার মাসকা ইউনিয়নের কাঁঠালতলা মোড়ে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।

পুলিশ কর্মকর্তা শাহজাহান বলেন, কেন্দুয়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল।

“কাঁঠালতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা মায়ের দোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান।”

এছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাঠায় বলে জানান পুলিশ কর্মকর্তা শাহজাহান।

তিনি বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টার পাশাপাশি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।