চলনবিলে নৌকাডুবি: ৩ লাশ উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 08:19 AM
Updated : 1 Sept 2018, 11:27 AM

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার জানান, শনিবার বেলা ১২টা পর্যন্ত দুই নারী ও এক শিশুর লাশ পাওয়া গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে চাটমোহর উপজেলার হাণ্ডিয়াল পাইকপাড়া এলাকায় চলনবিলে নৌকা ডুবির ঘটনা ঘটে। প্রথমে চারজন নিখোঁজের কথা বলা হলেও শনিবার বেলা ১২টা পর্যন্ত পাঁচজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

ইউএনও অসীম কুমার বলেন, যাদের লাশ পাওয়া গেছে তারা হলেন পাবনার ঈশ্বরদীর মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভীন পারুল (৪৫), ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণির স্ত্রী মমতাজ পারভীন শিউলী (৪৫) ও ঈশ্বরদী খন্দকার মার্কেটের ক্রীড়া সামগ্রী বিক্রেতা রফিকুল ইসলাম স্বপন বিশ্বাসের মেয়ে সাদিয়া খাতুন (১০)।

এখনও নিখোঁজ রয়েছেন নিহত মমতাজের স্বামী বিল্লাল হোসেন গণি (৫২) ও নিহত সাদিয়ার বাবা রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস (৪৪)।

তারা নৌকায় করে চলনবিলের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে পাইকপাড়া এলাকায় তাদের নৌকা ডুবে যায়।

ইউএনও অসীম কুমার বলেন, পুলিশ ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে।

ডুবে যাওয়া নৌকার অবস্থান শনাক্ত করা হয়েছে জানিয়ে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, নিখোজদের উদ্ধারে অভিযান চলছে। ইতিমধ্যেই পানির নিচে ডুবে যাওয়া নৌকার অবস্থান জানা গেছে।