রামপালে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 05:30 AM
Updated : 1 Sept 2018, 05:30 AM

রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান জানান, শুক্রবার রাতে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত সজীবের বাড়ি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে।

ওসি লুৎফর বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন একটি শেডে মেশিন দিয়ে রড কাটার সময় সজীব শর্টসার্কিটের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও দুইজন।

“পরে অন্যরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান।”

আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, লাশ খুলনার সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রামপাল উপজেলার সাপমারী-কৈর্গদাসকাঠি মৌজায় ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি।