নানা সংকটে চিনি শিল্প পিছিয়ে: শিল্প সচিব

আমাদের চিনি শিল্প নানা সংকটের কারণে পিছিয়ে রয়েছে বলে জানান শিল্প সচিব আব্দুল হালিম।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 01:30 PM
Updated : 31 August 2018, 01:30 PM

শুক্রবার ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চিনি শিল্প বিশেষ ভূমিকা রেখে চলেছে। তবে বর্তমানে নানা সংকটের কারণে এ শিল্প পিছিয়ে পড়ছে।”

সকলের সম্মিলিত প্রচেষ্টায় চিনিশিল্পকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।

এ শিল্পের সঙ্গে লক্ষ লক্ষ লোক জড়িত উল্লেখ করে তিনি এ শিল্পকে টিকিয়ে রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে এবং নতুন উদ্বাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুর রউফ খান, কেরু এন্ড কোং লি. এর এমডি এনায়েত হোসেন, কুষ্টিয়া চিনিকলের এমডি আবদুল কাদের, মোবারকগঞ্জ চিনিকলের এমডি ইউসুফ আলী শিকদার, রেনইউক যজ্ঞেশ্বর এন্ড কোং এর এমডি মো. পিয়ারুজ্জামান, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান প্রমুখ।

এর আগে প্রধান অতিথি শিল্প সচিব ফরিদপুর চিনিকল প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপন করেন।