সাংবাদিক সুবর্ণা হত্যা: সাবেক শ্বশুর রিমান্ডে

পাবনায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যা মামলায় সাবেক শ্বশুর আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 12:11 PM
Updated : 30 August 2018, 12:12 PM

বৃহস্পতিবার দুপুরে পাবনার বিচারিক হামিক আদালত ১ এর বিচারক মো. রাশেদ হোসাইন তাকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন।

আবুল হোসেন ‘ইদ্রাল ফার্মাসিউটিক্যাল’ নামে স্থানীয় একটি আয়ুর্বেদি ওষুধ কারখানার মালিক। তাছাড়া শহরে তার ‘শিমলা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল’ নামে দশ তলা একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে।

তার ছেলে রাজীব হোসেনে সঙ্গে বিয়ে হয় সুর্বণার। বছর দেড়েক আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর যৌতুকে দাবির অভিযোগে রাজীবের বিরুদ্ধে মামলা করেন সুর্বণা নদী।

বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণাকে (৩২) মঙ্গলবার রাতে শহরের মজুমদারপাড়ায় তার বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুবর্ণার মা মর্জিনা খাতুন বাদী হয়ে সাবেক স্বামী রাজিব হোসেন ও শ্বশুর আবুল হোসেনসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, মামলার প্রধান আসামি আবুল হোসেনকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে বুধবার আবুল হোসেনকে গ্রেপ্তারের পর পাবনা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় বলে জানান তিনি।