সাংবাদিক সুবর্ণা হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদসহ বিচার দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2018, 11:35 AM
Updated : 30 August 2018, 11:35 AM

বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণাকে (৩২) মঙ্গলবার রাতে পাবনা শহরের মজুমদারপাড়ায় ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে একদল খুনি।

এর প্রতিবাদসহ বিচার দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা

বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এ জেলার সাংবাদিকরা।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি খোকন চৌধুরী, এসএ টিভির প্রতিনিধি আবু মুসা, চ্যানেল টুয়েন্টি ফোরের মো. জাহিদ হোসেন, আনন্দ টিভির সৈয়দ আহসান হাবিব পাখি, কুমিল্লা মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য বোরহান মাহমুদ কামরুল, সীমান্ত সংবাদ পত্রিকার সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, সংস্কৃতিকর্মী চন্দন দাসসহ অনেকে কর্মসূচিতে অংশ নেন।

গাইবান্ধা

গাইবান্ধা সাংবাদিকরা দুপুরে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে কর্মসূচি পালন করেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আনন্দ টিভির স্টাফ রিপোর্টার মিলন খন্দকার, যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাস, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, করতোয়ার জেলা প্রতিনিধি সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীর, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, আরটিভির জেলা প্রতিনিধি ফেরদৌস জুয়েল, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, ইত্তেফাক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, দেশ টিভির জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামীম আল সাম্য, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, সময় টিভির স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, একুশে টিভির আফরোজা লুনা, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম কর্মসূচিতে ছিলেন।

জামালপুর

 

জেলা শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন এ জেলার সাংবাদিকরা।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি হাফিজ রায়হান সাদা, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক নূরুল হক জঙ্গি, মোস্তফা মনজু, মুখলেছুর রহমান লিখন, মোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন কর্মসূচিতে অংশ নেন।

শার্শা

 

যশোরের শার্শা উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন আনন্দ টিভির বেনাপোল প্রতিনিধি নাসির উদ্দিন।

শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সেক্রেটারি ইয়ানুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির শার্শা প্রতিনিধি আব্দুর রহিম, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, ডিবিসি টিভির সেলিম রেজা, আরটিভির নাজির আহম্মেদ, বৈশাখী টিভির মোহাম্মাদ নাসির, এসএটিভির শেখ নাসির উদ্দিন কর্মসূচিতে অংশ নেন।