‘ফিটনেসহীন’ বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

নিরাপদ সড়কের আন্দোলনে দেশে ব্যাপক আলোড়নের পর বরগুনার বেতাগী উপজেলায় ‘ফিটনেসবিহীন’ বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2018, 05:50 PM
Updated : 28 August 2018, 05:52 PM

মঙ্গলবার বেতাগী-বরগুনা মহাসড়কের বঙ্গবন্ধু খানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের পশ্চিম বকুলতলা গ্রামের হোছেন উদ্দিন শিকদারের ছেলে আজিজ শিকদার (৭২), একই এলাকার হানিফ আকন (৬৫) ও তার ছেলে মোটরসাইকেল চালক মো. লিটন আকন (৩৫)।

পুলিশ ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন বাস চালককে আটক করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বেতাগী থানার ওসি মামুন-অর-রশিদ বলেন, বরগুনা থেকে বেতাগীর উদ্দেশে ছেড়ে আসা সত্তার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা তিন আরোহীসহ মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলে আবদুল আজিজ নিহত হন। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হানিফ আকনের মৃত্যু হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান লিটন আকন।”

ওসি বলেন, তিনি নিজে এবং আনসার ভিডিপি সদস্য সুকদেব ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার উত্তরে ঝোপখালীতে ফিটনেসবিহীন বাস ও ড্রাইভিং লাইসেন্সবিহীন বাস চালক মিন্টুকে আটক করে থানায় নিয়ে আসেন।