মিথ্যা মামলা করায় ৩ বছর জেল, জরিমানা

মিথ্যা অভিযোগে মামলা করায় এক নারীকে জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2018, 05:38 PM
Updated : 28 August 2018, 05:38 PM

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার জহুরুল হায়দার বাবু বলেন, পুরাতন সাতক্ষীরার মৃত আব্দুল গফুরের মেয়ে আনু অরফে নাজমা আক্তার ২০১১ সালের অগাস্ট মাসে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলায় আসামি করেন একই এলাকার নুর আলী শেখের ছেলে সিটি কলেজের প্রভাষক কামরুল ইসলামকে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মনোয়ারা এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন ২০১১ সালের ১৬ নভেম্বর।

চূড়ান্ত প্রতিবেদনে বাদী নারাজি আবেদন করলে আদালত তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে ফের প্রতিবেদন প্রদানের আদেশ দেয়।

পরিবর্তীতে তদন্ত কর্মকর্তা সাতক্ষীরার সদর থানার ওসি আমিনুল ইসলামও ২০১২ সালের ১৪ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে।

এরপর মামলাটি ২০১৩ সালের ৭ জানুয়ারি আদালত খারিজ করে দেয়।

এরেআগে মামলার আসামি প্রভাষক কামরুল ইসলামকে তার কলেজ কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে।

পরে মামলাটি খারিজ হয়ে গেলে মামলার বাদী আনুর বিরুদ্ধে বিবাদী কামরুল একই আদালতে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তোলেন এবং পাল্টা ক্ষতিপূরণ ও মানহানির মামলা করেন।

মামলাটি ২১ কার্যদিবস শেষ করে মঙ্গলবার বিচারক হোসনে আরা ওই নারীকে তিন বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।