নাটোরের সেই বাসের চালকের আত্মসমর্পণ

নাটোরের লালপুরে লেগুনাকে চাপা দেওয়া ‘চ্যালেঞ্জার পরিবহনের’ সেই বাসটির চালক বগুড়ায় আত্মসমর্পণ করেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2018, 02:54 PM
Updated : 28 August 2018, 02:54 PM

মঙ্গলবার দুপুরে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা চালক  শামীম হোসেনকে (৪২) গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেন বলে বগুড়া ডিবির ওসি নূরে আলম সিদ্দিকী জানান।

শামীম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সরকার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। বগুড়া শহরের মালগ্রামে বসবাস করেন তিনি।

এর আগে রোববার ওই বাসের হেলপার আব্দুস সামাদকে বগুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে বাসটির মালিক পুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামি মঞ্জু সরকারকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

বগুড়ার উপশহরের বাসিন্দা মঞ্জুর সরকারকে গত ২৬ অগাস্ট বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার বিকালে নাটোরের লালপুরে চ্যালেঞ্জার পরিবহনের ওই বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহত হয়। দুর্ঘটনার পর ওইদিন রাতেই হাইওয়ে পুলিশের বনপাড়া থানার এএসআই ইউসুফ আলী বাদী হয়ে দুটি যানের মালিক-চালকসহ সাতজনকে আসামি করে মামলা করেন।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল জানান, চ্যালেঞ্জার বাসের চালক শামীম হোসেন মঙ্গলবার সকালের দিকে তাকে ফোন করেন। তখন তিনি তাকে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন।

“শামীম এক সময় আমার শিষ্য ছিল। সে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নেরও সদস্য। তাই তাকে বলেছি যে পালিয়ে থেকে লাভ হবে না। আইনের কাছে আত্মসমর্পণ কর। আমরা আইনগতভাবে সহযোগিতা করব।”

তারপর দুপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এলে ডিবির ওসি নূরে আলম সিদ্দিকীকে ডেকে তাকে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, বাস চালক শামীম হোসেনকে নিয়ম অনুযায়ী নাটোর পাঠানো হবে। এ জন্য প্রস্তুতি চলছে।