বরগুনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2018, 07:17 AM
Updated : 28 August 2018, 07:18 AM

র‌্যাব ৮-এর সিও আতিকা ইসলাম জানান, মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মাঝেরচরে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম রানা (৩৬) সুন্দরবনের জলদস্যু নওয়া বাহিনীর প্রধান বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব কর্মকর্তা আতিকা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। জলদস্যুরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে জলদস্যুরা পিছু হটলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রানার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

“রানা সুন্দরবনের জলদস্যু নওয়া বাহিনীর সদস্য। এ বাহিনীর সব সদস্য আত্মসমর্পণ করলেও রানা করেনি। পরে সে নিজেই সুন্দরবনে নওয়া বাহিনী নামেই আরেকটি জলদস্যু বাহিনী গঠন করে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় শুরু করে।”

র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে বলে তিনি জানান

পাথরঘাটা থানার ওসি মোল্লা খবির আহম্মেদ বলেন, লাশ থানায় পাঠানো হয়েছে। পুলিশ ময়নাতদন্তসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।