জয়পুরহাটে ৫ ‘অস্ত্র বিক্রেতা’ আটক

জয়পুরহাট সদরে একটি শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে, যাদেরকে অস্ত্র ব্যাবসায়ী বলছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 05:53 PM
Updated : 27 August 2018, 07:44 PM

সোমবার রাতে জগদীশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়, যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে র‌্যাবের ভাষ্য।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের বলেন, আটক ‘অস্ত্র ব্যাবসায়ীরা’ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন।

“অস্ত্র বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে একটি শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

তিনি জানান, আটকদের মধ্যে রয়েছেন ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পিরোজপুর গ্রামের দেবেন মাহাতোর ছেলে কেলীন মাহাতো (৩৫), জয়পুরহাট সদরের জগদীশপুর গ্রামের মুসলিম মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (৩২), খোরশেদ আলমের ছেলে আব্দুল মজিদ (২৭), সেকান্দার আলীর ছেলে ইয়াসিন আলী (২৭) এবং মৃত মাইজ উদ্দিন মন্ডলের ছেলে মোতাহার মন্ডল (৩৫),