রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 03:30 AM
Updated : 27 August 2018, 03:32 AM

রোববার মাঝরাতে জঙ্গল ইউনিয়নের অলঙ্কারপুরে গড়াই নদীর তীরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বালিয়াকান্দির ওসি হাসিনা বেগমের ভাষ্য।

নিহত ভাদু শেখের (৪০) বাড়ি রাজবাড়ী সদরের গোবিন্দুপর গ্রামে। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অস্ত্র ও বিস্ফোরণ আইনে দুটি, চুরির অভিযোগে একটি এবং ডাকাতির অভিযোগে চারটি মামলা রয়েছে।

ওসি বলেন, গভীর রাতে ৪-৫ জন ডাকাতের জড়ো হওয়ার খবরে পুলিশের একটি দল অলঙ্কারপুরে যায়।

“পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা অতর্কিতে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর অন্যরা পালিয়ে গেলেও ভাদু শেখকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

পরে ভাদুকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।  

তিনি বলেন, এই অভিযানে বালিয়াকান্দি থানার এসআই অঙ্কুর, কনস্টেবল আলমগীর ও জয়ন্ত আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ানশুটার গান, একটি কার্তুজ এবং একটি রাম দা উদ্ধার করা হয়েছে।