সৈয়দপুর বিমান বন্দরে চাকুসহ আটক ৪

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে চাকুসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 12:35 PM
Updated : 26 August 2018, 03:01 PM

সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, রোববার বেলা সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন সৈয়দপুরের খোদ্দ বোতলাগাড়ীর আব্দুল মোন্নাফের ছেলে মাহমুদ জামান রকি (২৫), দিনাজপুরের হাকিমপুরের নন্দীপুর ডাঙ্গাপাড়ার আব্দুল কাফির ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলমগীর (২৬), রংপুর সদরের বাহার কাছনার এলাকার তহিজ উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩০) ও দিনাজপুরের পার্বতীপুরের দেবকুণ্ডার গ্রামের এনামুল হকের ছেলে মাহবুব রহমান (২৬)।

ওসি শাহজাহান বলেন, গোপনে খবর পেয়ে পুলিশ ওই বিমান বন্দরে অবস্থান নেয়। বেলা ১২টা ২০ মিনিটে একটি বিমান অবতরণ করার পর লাউঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“চারজনের ব্যাগ থেকে দুটি ধারালো চাকু, পুলিশের দুটি ব্যাটন, সাতটি মোবাইল ফোন ও মাদক ব্যবসায়ের হিসাবপত্র জব্দ করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তারা মাদক ব্যবসা, মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।

তিনি বলেন, “তাদের নামে নীলফামারীসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটা মামলা দায়ের করা হবে।”