ঠাকুরগাঁওয়ে ‘চলাচলের রাস্তা বন্ধ করে মারধর’ ২ গৃহবধূকে

ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় দুই গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 01:42 PM
Updated : 23 August 2018, 01:43 PM

আহতরা হলেন সদর উপজেলার হাজিপাড়া গ্রামের রায়হান আলীর স্ত্রী আক্তারা বেগম (২৮) ও তার প্রতিবেশী লিলুফা বেগম (২৫)।

তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাধীন আক্তারা বেগম অভিযোগ করেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাচাশ্বশুর রুস্তম আলী, তার দুই ছেলে ও তাদের স্ত্রীরা তাদের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন।

“প্রতিবাদ করতে গেলে তারা আমাদের বেধড়ক মারধর করেন।”

পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বলে তিনি জানান।

তবে রুস্তম আলী বলছেন, তারা তাদের মারধর করেননি।

“বরং তারাই আমাদের মারধর করেছে। আমরাও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।”

সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা ঘটনা শুনেছেন জানিয়ে বলেন, তাদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।