বেড়াতে এসে বাসের ধাক্কায় ঝরে গেল তরুণ প্রাণ

মোটরসাইকেলে করে রাঙ্গামাটি বেড়াতে আসা চট্টগ্রামের এক তরুণ বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 11:47 AM
Updated : 23 August 2018, 12:00 PM

রাঙ্গামাটির কোতোয়ালি থানার এসআই লিমন ঘোষ জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা শহরের প্রবেশমুখে মানিকছড়িতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মো. সাহেদ (২০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোগলহাট ইউনিয়নের আবদুল কুদ্দুসের ছেলে।

আহতরা হলেন তার বন্ধু সুমন তালুকদার (২২) ও সোহেল সিকদার (২২)।

সাত বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে করে তারা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি বেড়াতে আসছিলেন বলে অন্য বন্ধুরা জানিয়েছেন।

আহতদের প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

রানা নামে একজন ছিলেন বেড়াতে আসা বন্ধুদের ওই দলে।

রানা বলেন, তারা সাত বন্ধু ঈদ উপলক্ষে তিনটি মোটরসাইকেলে করে রাঙ্গামাটি বেড়াতে আসছিলেন।

“মানিকছড়ি পাহাড়ে ওঠার সময় একটি বাস প্রথমে একটি অটোরিকশাকে এবং পরে আমাদের দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। একটি মোটরসাইকেল বাসের নিচে চলে যায়। এতে ওই মোটরসাইকেলের তিন বন্ধু আহত হয়।”

আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক দীপংকর ভট্টাচার্য্য বলেন, “মাথায় আঘাত পাওয়ায় সাদেহকে বাঁচানো যায়নি। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছি।”

দুর্ঘটনার পর বাস, অটোরিকশা ও মোটরসাইকেলগুলো পুলিশ হেফাজতে নিয়েছে।

এসআই লিমন বলেন, দুর্ঘটনার পরপর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। নিহতের স্বজনরা রাঙ্গামাটি আসছেন। তারা যদি মামলা না করেন তাহলে পুলিশ মামলা করবে।