সাভারে তরুণীকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করে’ কলেজ ছাত্র খুন

ঢাকার সাভারে তরুণীকে ‘উত্ত্যক্ত করার প্রতিবাদ করে’ এক কলেজছাত্র খুন হয়েছেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 11:07 AM
Updated : 22 August 2018, 11:07 AM

সাভার থানার পরিদর্শক বুলবুল আহমেদ জানান, মঙ্গলবার রাতে রাজাবাড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মারুফ খান (২১) সাভার পৌর এলাকার নামাগেণ্ডা মহল্লার আতাউর রহমানের ছেলে। ঢাকা কমার্স কলেজে পড়াশুনা করতেন তিনি।

পরিদর্শক বুলবুল এলাকাবাসীর বরাতে বলেন, উলাইল গরুর হাটের সামনে এক তরুণীকে গরুর হাটের কর্মী শুভ, মঞ্জু ও শ্যামলসহ কয়েকজন উত্ত্যক্ত করলে মারুফ এর প্রতিবাদ করেন।

“পরে রাজাবাড়ি এলাকায় মারুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান কয়েকজন। এলাকাবাসী তাকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ওই হাসপাতাল থেকে তাকে মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, গভীর রাতে নিহতের ভাই লুৎফর রহমান মানিক বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।