নড়াইলে মাশরাফির ও সাতক্ষীরায় মুস্তাফিজের ঈদ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে এবং বোলার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় ঈদের নামাজ পড়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিনড়াইল ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 08:58 AM
Updated : 22 August 2018, 09:05 AM

ছেলে সাহেল বিন মাশরাফি, ছোট ভাই মুরছালিন বিন মুর্তজা ও মামা নাহিদুর রহমানকে সঙ্গে নিয়ে বুধবার সকালে নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে যান মাশরাফি।

এ সময় বাবা আর ছেলের পরনে ছিল একই ডিজাইনের মেরুন রঙের পাঞ্জাবি।

নামাজ শেষে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা।

কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ ঈদ করছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়ার গ্রামে তার পরিবারের সঙ্গে।

সকালে মসজিদে নামাজ পড়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মুস্তাফিজ। নামাজ শেষে ভক্ত, প্রতিবেশী, বন্ধু, স্বজনদের সঙ্গে কোলাকুলিও করেন।

হজে থাকা বাবা-মায়ের জন্য এসময় দেশবাসীর কাছে দোয়া চান মুস্তাফিজ। বড় ভাই মিঠু, জাকির ও পল্টু এ সময় তার সঙ্গে ছিলেন।

তিন দিন আগে গ্রামের বাড়িতে এসে ভাই, ভাবি আর পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন মুস্তাফিজ। এ বছর দেড় লাখ ও এক লাখ ছয় হাজার টাকা দামের দুটো গরু তিনি কোরবানি দিচ্ছেন।

মুস্তাফিজের বড় ভাবি তানিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, “ঈদের খাবারে বাড়ির পুকুরের মাছ আর দুধ সেমাই মুস্তাফিজের খুব প্রিয়। সেগুলো সকালেই রান্না করে ফেলেছি।”