সাতক্ষীরায় ভিজিএফের চালসহ কৃষকলীগ নেতা আটক

বিক্রি নিষিদ্ধ ভিজিএফের ১৩ বস্তা চালসহ সাতক্ষীরা সদর উপজেলায় এক কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 04:30 AM
Updated : 22 August 2018, 04:30 AM

সাতক্ষীরার সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মো.আক্তার হোসেন জানান, উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে এলাকা এবং ঋষিপাড়া থেকে সোমবার সন্ধ্যায় চালগুলো উদ্ধার করা হয়।

আটক এস এম রেজাউল ইসলাম জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার।

আক্তার হোসেন বলেন, এলাকার হতদরিদ্রদের জন্য বরাদ্ধ ভিজিএফের চাল ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জোর করে নিয়ে আসেন রেজাউল। পরে এলাকায় এনে কিছু চাল বিতরণ করে বাকি চাল নিজ বাড়ি এবং নিকট আত্মীয়ের বাড়ি লুকিয়ে রাখে। কিছু পাশের ঋষিপাড়ায় বিক্রি করেন।

বিষয়টি জানাজানি হলে হলে সরকারি চাল আত্মসাতে অভিযোগে রেজাউলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় রেজাউলকে আটক করে পুলিশ।   

পরে রেজাউলে বাড়ির রান্না ঘর ও তার এক আত্মীয়ের বাড়ি এবং ঋষিপাড়া থেকে মোট ১৩ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয় বলে জানান আক্তার।