ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, চাচা আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘জমির বিরোধে’ এক গৃহবধূ খুন হয়েছেন। হত্যার অভিযোগে পুলিশ তার চাচাকে আটক করেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2018, 10:12 AM
Updated : 21 August 2018, 10:13 AM

সদর থানার এসআই মো. সিরাজুদ্দৌলা জানান, মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত বনবাসী রায় (৪৮) ওই গ্রামের শুকানুচন্দ্র রায়ের স্ত্রী।

আটক নারায়ণচন্দ্র রায় (৫২) একই গ্রামের দেবনারায়ণ রায়ের ছেলে।

এসআই সিরাজুদ্দৌলা এলাকাবাসীর বরাতে বলেন, একটি জমি নিয়ে অনেক দিন ধরে চাচা নারায়ণের সঙ্গে বিরোধ চলছিল ভাতিজি বনবাসী রায়ের।

“মঙ্গলবার ভোরে বনবাসী তার স্বামীর সঙ্গে বাড়ির পাশে একটি সেতুতে বসে ছিলেন। এ সময় পেছন থেকে গিয়ে নারায়ণ ধারালো ছোরা দিয়ে দুইজনকেই এলোপাথাড়ি কোপান বলে অভিযোগ।”

বনবাসী ঘটনাস্থলে মারা যান জানিয়ে এসআই সিরাজুদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা গিয়ে শুকানুকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। এ সময় নারায়ণ পালিয়ে গেলেও পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।