জামালপুরে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ ট্রেনযাত্রী

জামালপুর রেল স্টেশন থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চার যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 05:51 PM
Updated : 19 August 2018, 05:51 PM

রোববার তাদের উদ্ধার করা হয় বলে জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর উদ্দীন জানান।

এরা হলেন কাউসার (২৬), কামরুল (২০) ও ছানোয়ার হোসেন (১৮)। একজনের নাম জানা যায়নি।

এরা সবাই পোশাক শ্রমিক এবং টঙ্গীর শীলমন এলাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায়।

নুর উদ্দীন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, সকালে জামালপুর জংশন রেল স্টেশন প্লাটফর্ম থেকে অচেতন অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“শনিবার রাতে ঢাকা থেকে জামালপুরগামী সেভেন আপ ট্রেনে ছাদে বসে তারা টঙ্গী থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। আসার সময় জুস খেলে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছে থাকা নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।”