নওগাঁয় ২টি দুর্ঘটনায় দুজন নিহত

নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক এনজিওকর্মী ও এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 01:58 PM
Updated : 19 August 2018, 01:58 PM

রোববার সকাল ৯টায় মান্দার বালুবাজার কলেজ মোড় এবং বিকাল ৪টায় মহাদেবপুর সড়কের শিবরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর তানোর উপজেলার বাউরিগ্রামের সামসুল আলমের ছেলে জাকিরুল ইসলাম (৩০) এবং মহাদেবপুরের উত্তরগ্রাম ইউপির সাবেক ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন (৫৫)।

জাকিরুল ইসলাম ‘আবাস’ নামের একটি বেসরকারি সংস্থার নিয়ামতপুর শাখায় মাঠকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মান্দা থানার ওসি মাহবুব আলম জানান, জাকিরুল ইসলাম কিস্তির টাকা আদায়ের জন্য সকালে মোটরসাইকেলযোগে নিয়ামতপুর শাখা থেকে মান্দার বালুবাজারের উদ্দেশে রওনা দেন।

“পথে বালুবাজার কলেজ মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকিরুলের মৃত্যু হয়।”

ট্রাকটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বিকাল ৪টার দিকে নওগাঁ-মহাদেবপুর সড়কের শিবরামপুর মোড়ে একটি ভ্যান উল্টে খাদে পড়ে গেলে ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান আমজাদ হোসেন।

আমজাদ হোসেনের বাড়ি উত্তরগ্রামে।