হাতিয়ায় চাঁদার দাবিতে গৃহবধূকে পেটানোর অভিযোগে যুবলীগ নেতা আটক

নোয়াখালীর হাতিয়ায় চাঁদার দাবিতে এক গৃহবধূকে আটকে রেখে পেটানোর অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 09:58 AM
Updated : 19 August 2018, 04:27 PM

উপজেলার ভূমিহীন বাজার থেকে শনিবার রাতে তাকে আটক করা হয় বলে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান।

আটক আ স ম জাফর ইকবাল (৩৫) উপজেলার চানন্দি ইউনিয়নের চৌধুরী গ্রামের রুহুল আমিনের ছেলে।

তিনি উপজেলা যুবলীগের সদস্য বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিুজর রহমান মিরাজ।

আহত বিবি ছায়রা (২৮) চানন্দি ইউনিয়নের মিয়াজি গ্রামের বাবর হোসেনের (৩৫) স্ত্রী। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় জাফরসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাবর হোসেন বলেন, একই এলাকার মো. মমিন তার ১২ বাড়ির শতাংশ জমি দখলের চেষ্টা করে আসছিল। এ বিষয়ে জাফর ইকবাল উভয় পক্ষকে ডেকে সালিশ করেন।

“সালিশে সিদ্ধান্ত দেওয়া হয় যে, ওই জমি মমিনকে রেজিস্ট্রি করে দিলে জমির মূল্য হিসেবে ৭১ হাজার টাকা দিবে। কিন্তু জমি রেজিস্ট্রির পর মমিন টাকা দিতে গড়িমসি করতে থাকে।”

বিষয়টি সালিশদার জাফরকে জানানোর পর তিনি মমিনের কাছ থেকে টাকা নিয়ে নিজের কাছে জমা রাখেন বলে জানান বাবর।

তিনি বলেন, “টাকা আনার জন্য শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে ভূমিহীন বাজারে জাফরের কাছে গেলে তিনি ২০ হাজার টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় জাফর ও তার সহযোগীরা আমার স্ত্রীকে একটি ঘরে আটকে রেখে পিটিয়ে আহত করে।

“পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

ওসি কামরুজ্জামান বলেন, এক গৃহবধূকে আটকে রেখে পেটানোর খবর পেয়ে শনিবার রাতে জাফর ইকবালকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

এদিকে শাহ আজিুজর রহমান মিরাজ বলেন, জাফর ইকবাল উপজেলা যুবলীগের সদস্য হলেও কারো ব্যক্তিগত কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না।