‘ট্রাকের নিচে ঘুমানো’ সহকারী চাকায় পিষ্ট হয়ে নিহত

গাজীপুরে ট্রাকচাপায় চালকের এক সহকারী নিহত হয়েছেন; যিনি ‘ওই ট্রাকের নিচে ঘুমিয়ে’ ছিলেন। চালককে আটক করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 08:58 AM
Updated : 18 August 2018, 08:58 AM

শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম জানান, মাওনা এলাকায় মনোফিড নামের একটি মৎস্যখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম (৩০) ও ট্রাকচালক উভয়ের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায়।

ওই কারখানার সহকারী ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাতে তারা ট্রাকে করে সিরাজগঞ্জ থেকে ভুট্টা নিয়ে কারখানায় আসেন। তারপর চালক নাজমুল ইসলাম গাড়ির ভেতরে আর তার সহকারী মমিনুল গাড়ির নিচে ঘুমিয়ে ছিলেন।

“সকালে চালক ভুট্টা আনলোড করার জন্য ট্রাকটি সরাতে গেলে মমিনুল চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।”

কারখানার লোকজন চালক নাজমুলকে আটক করে পুলিশে দেয়।

এসআই মঞ্জুরুল বলেন, “মমিনুল চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। কারখানা কর্তৃপক্ষ ট্রাকচালক নাজমুলকে আটক করে পুলিশে দিয়েছে।”

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।