মাদারীপু‌রে ছাত্রীর আত্মহত্যায় শিক্ষ‌কের বিরু‌দ্ধে মামলা

মাদারীপুরে এক স্কুলছাত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 06:01 PM
Updated : 17 August 2018, 06:01 PM

মেয়েটির মা রুবি আক্তার বাদী হয়ে শুক্রবার বিকালে নুর হোসেনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন।

নুর হোসেন সদর উপজেলার চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার নথি থেকে জানা যায়,  চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী সাথী আক্তার গত শনিবার সকালে বিদ্যালয়ে আসার পর মধ্যাহ্ন বিরতিতে প্রধান শিক্ষকের কাছে আরেক ছাত্রীর বিরুদ্ধে গালি দিয়েছে বলে নালিশ করে।

প্রধান শিক্ষক দুইজনকেই ডেকে নিয়ে সবার সামনে স্কেল দিয়ে মারধর করেন।

এতে সাথী অপমানিত হয়ে স্থানীয় এক দোকান থেকে বিষ কিনে বাড়ি যায় এবং সন্ধ্যায় পান করে।

এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সাথীর মৃত্যু হয়।

সাথীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে স্কুলের সহাপাঠী এবং এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।  

ছাত্রীর মা রুবি আক্তার বলেন, “প্রধান শিক্ষকের কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি শিক্ষকের কঠোর শাস্তি চাই।”  

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, “স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”