সাতক্ষীরায় মেনন হত্যাচেষ্টার বার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় ওয়ার্কার্স পার্টির আট নেতা হত্যা ও রাশেদ খান মেনন হত্যাচেষ্টার বার্ষিকীতে মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 05:18 PM
Updated : 17 August 2018, 05:18 PM

শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-১ এর সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।

বক্তব্য রাখেন দলের জেলা সাধারণ সম্পাদক মহিবুল্ল্যাহ মোড়ল, ফাহিমুল হক কিসলু, মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

১৯৯২ সালের ১৭ অগাস্ট রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ের সামনে দলের সভাপতি রাশেদ খান মেননকে গুলি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা সিএমএইচ, লন্ডনের কিংস কলেজ হাসপাতাল ও ব্যাংককের হাসপাতালে অস্ত্রোপচার শেষে তিনি দেশে ফেরে ১৯৯৩ সালের ১০ জানয়ারি।

এ হামলার ঘটনায় মামলায় অভিযোগপত্র দেওয়ার পর দলের পক্ষ থেকে পুনতদন্তের দাবি করা হলেও কোনো কাজ হয়নি। এ মামলার বিচার এখনও শেষ হয়নি।

এরপর ১৯৯৬ সালে চুয়াডাঙ্গার কুলবিলা গুচ্ছগ্রামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা গুলি করে আটজন ক্ষেতমজুরকে হত্যা করে বলে জানান জাতীয় কৃষক সমিতির সভাপতি আনিসুর রহমান মল্লিক।