রাজশাহীতে ‘মাদকসেবনে বাধা দেওয়ায় হত্যা’

রাজশাহীতে মাদকসেবনে বাধা দেওয়ায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ তুলেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 10:37 AM
Updated : 17 August 2018, 11:35 AM

নিহত আবদুর রাজ্জাক (৩০) চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার ইসলাম মিয়ার ছেলে। রাজ্জাক ভাঙ্গারির কেনাবেচা করতেন বলে পুলিশ জানিয়েছে।

চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন, পিটুনিতে আহত রাজ্জাক শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

“যারা তাকে পিটিয়ে আহত করেন মৃত্যুর আগে রাজ্জাক তাদের আটজনের নাম জানিয়েছেন পুলিশকে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিহত রাজ্জাকের ছোট ভাই শাহিনের অভিযোগ, গত ৬ অগাস্ট রাত সাড়ে ৯টার দিকে চা খাওয়ার কথা বলে রাজ্জাকে ডেকে নিয়ে যান একই এলাকার মানিক, খায়রুল, সুমন, জ্যাকি, মোহন, রাসেল ও মাসুম। পরে টহল পুলিশ গিয়ে আহত রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

“রাজ্জাক যাদের নাম বলেছে তারা এলাকায় মাদক সেবন করেন। প্রতিদিন তারা এলাকায় মাদকের আসর বসান। রাজ্জাক এলাকায় এ ধরনের আসর বসাতে নিষেধ করেন। এর জেরে তারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করেন।”

এ ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি হুমায়ুন বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।