শ্রীমঙ্গলে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 06:24 PM
Updated : 16 August 2018, 06:26 PM

পুকুরের সিঁড়ির নিচে আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে তাকে উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

ছিন্নমূল এই শিশুটির নাম হাসান (১২)। তার বাবা-মা কিংবা পরিবারের কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার শহরতলীর ডাকবাংলো পুকুরে হাসানের মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা সুশীল শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৩টার দিকে কয়েকটি ছিন্নমুল শিশু পুকুরের পানিতে গোসল করতে নামে। সেখানে পুকুরের ঘাটের সিঁড়ির নিচ দিকে যাওয়া-আসা করছিল তারা। এসময় হাসান নিখোঁজ হয়।”

ঘটনাটি শুনে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। তখন খবর পাঠানো হয় সিলেটের ডুবুরি দলকে।

সন্ধ্যা ৭টায় এসে সিলেটের ডুবুরি দল কাজে নামার পর রাত সাড়ে ৮টায় শিশুটির লাশ উদ্ধার হয়।

সিলেট ফায়ার স্টেশনের ডুবুরি আবুল কালাম আজাদ বলেন, “সিঁড়ির নিচে অনেক ময়লা জমে থাকায় সেখানে সে (হাসান) আটকে গিয়েছিল।”

শ্রীমঙ্গল থানার ওসি নজরুল জানান, শিশুটির বাবা-মা দুজন দুই জায়গায় থাকে। বাবা আখাউড়ায়, মা কুমিল্লায়। শিশুটি  শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঘুমাত।