ওয়েল্ডিং মেশিন ‘চালু রেখে’ গেলেন মিস্ত্রি, পুড়ে গেল বাস

দিনাজপুরে বিআরটিসির ডিপোয় কাজ করার একপর্যায়ে ওয়েল্ডিং মেশিন ‘চালু রেখে’ মিস্ত্রি চলে যাওয়ার পর আগুন লেগে একটি বাস পুড়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 10:26 AM
Updated : 16 August 2018, 10:50 AM

ডিপো ব্যবস্থাপক জুলফিকার হোসেন জানান, বৃস্পতিবার বেলা ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

“মিস্ত্রি ওয়েল্ডিং মেশিন দিয়ে বাসটিতে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মেশিন চালু রেখেই চলে যান। পরে ওই মেশিন থেকে আগুন লাগে।”

এ ডিপোয় বিআরটিসির আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থা না থাকায় আগুন সহজেই পুরো বাসে ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।

জেলা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আকতার হামিদ  বলেন, “এখানে মোট পাঁচটি বাস ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পৌঁছাতে আগুনে একটি বাস পুড়ে যায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অন্য চারটি রক্ষা করেছি।”

মেশিন ‘চালু রেখে’ মিস্ত্রি চলে যাওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ব্যবস্থাপক জুলফিকার বলেন, তিনি ঢাকায় আছেন। ফিরে এসে দেখবেন।