ময়মনসিংহে শোক দিবসের অনুষ্ঠানে হামলা, আহত ৪

জাতীয় শোক দিবসে কাঙালি ভোজের আয়োজন নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন।

ইলিয়াস আহমেদ ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 04:00 PM
Updated : 15 August 2018, 04:22 PM

বুধবার মশাখালী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খোকন আহামেদ, মশাখালী ইউনিয়ন যুবলীগ সদস্য আশরাফুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সজিব আহম্মেদ ও এক কৃষক ইউনূস আলী।

আহত আশরাফুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।

সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শোক দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খোকন আহামেদ মশাখালী রেল স্টেশনের পাশে নিজ বাড়িতে কাঙালি ভোজ, কোরআন পাঠ ও দোয়ার আয়োজন করেন।

“কিন্তু বর্তমান সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেলের সমর্থক উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাহ উদ্দিন পলাশের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়।

“তারা সেখানে ভাংচুর চালায় এবং তিনজনকে কুপিয়ে আহত করে।”

এ সময় হামলাকারীরা গণভোজের খিচুরিও নষ্ট করে বলে গিয়াস জানান।

বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সমর্থক হিসেবে পরিচিত গফরগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাহ উদ্দিন পলাশ সাংবাদিকদের বলেন, শোক দিবসের অনুষ্ঠান মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মশাখালী রেলস্টেশন মুক্তিযোদ্ধা অফিসের সামনে একত্রে আয়োজন করার জন্য খোকনকে বলা হয়। কিন্তু তারা একত্রে অনুষ্ঠান করতে রাজি হয়নি।

“এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর চড়াও হয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।”

এমপি ফাহমি গোলন্দাজ বাবেলকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পাগলা থানার ওসি মোখলেসুর রহমান বলেন, শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন নিয়ে সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

“তবে কেউ আহত হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”