নওগাঁয় বিষে মরল পুকুরের বিপুল মাছ

নওগাঁর রাণীনগর উপজেলায় একটি পুকুরে বিষ দিয়ে কয়েক লাখ টাকার মাছ মেরেছে শত্রুপক্ষ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 04:52 PM
Updated : 14 August 2018, 04:52 PM

নান্দাইবাড়ী গ্রামে সোমবার রাতে জাহাঙ্গীর আলমের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে।

মঙ্গলবার সকালে পুকুরে মরা মাছ ভাসতে দেখে জাহাঙ্গীর আলম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য রাণীনগর থানায় লিখিত অভিযোগ করেন।

জাহাঙ্গীর আলম জানান, তাদের নিজস্ব এবং ইজারা নেওয়া মোট তিন বিঘা পুকুরে তিনি সম্প্রতি দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল ও বিগ্রেড মাছ ছাড়েন। মাছগুলির ওজন বর্তমানে ১ থেকে দেড় কেজি।

“পুকুরে মাছ ছাড়ার সময় গ্রামের কিছু লোক বাধা দিয়েছিলেন। গত রাতে পুকুরে বিষ প্রয়োগ করলে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সব মাছ মরে ভেসে ওঠে।”

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, ওই পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।