কুড়িগ্রামে দাফন হবে হুইপ তাজুল ইসলামের

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 04:00 PM
Updated : 15 August 2018, 02:57 PM

বুধবার দুপুরে নামাজে জানাজা শেষে কুড়িগ্রাম-২ আসনের এই সংসদ সদস্যের দাফন হবে বলে তার ছোট ভাই শফিকুল ইসলাম চৌধুরী জানান।

তিনি জানান, বুধবার সকাল ১১টায় তার মরদেহবাহী হেলিকপ্টার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অবতরণ করবে। পরে শহরের সবুজ পাড়ায় নিজস্ব বাসভবণে মরদেহ উন্মুক্ত রাখা হবে সর্বসাধরণের এক নজর দেখার জন্য।

“দুপুর ২টায় সবুজ পাড়ায় পুরাতন ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।”

প্রথম জানাজা নামাজ মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

বাদ আসর জানাজা শেষে তাজুলের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দেওয়া হয়। সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ফুল দেন দলীয় নেতার কফিনে।

জানাজার আগে তাজুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

সংক্ষিপ্ত আলোচনায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “এক জীবনে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাজুল ইসলাম চৌধুরী প্রমাণ করে গেছেন তার জনপ্রিয়তা।"

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “তাজুল ইসলাম চৌধুরী ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। তার ব্যবহারে পরিচিত-অপরিচিত সবাই মুগ্ধ হতেন।”

তাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী শামসুন্নাহার চৌধুরী, মেয়ে কাওসার পারভিন খান, জামাতা গোলাম কিবরিয়া খানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

গত সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রাম-২ আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হন।