চাঁদপুরে ভাবিকে হত্যায় দেবরের যাবজ্জীবন

চাঁদপুরে ভাবিকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 01:37 PM
Updated : 14 August 2018, 01:37 PM

মঙ্গলবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মহরম আলী শাহরাস্তি উপজেলার পাথৈর গ্রামের কলওয়ালা বাড়ির মৃত লুৎফর রহমান ওরফে আম্মর আলীর ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পিপি মো. আমান উল্যাহ জানান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ২২ মে বিকালে বড়ভাই ইউনুছ মিয়ার স্ত্রী খোদেজা বেগমের সঙ্গে সাবান নিয়ে ননদ নেহার আক্তারের কথা কাটাকাটি হয়। এ সময় বাড়িতে থাকা মহরম আলী ক্ষিপ্ত হয়ে খোদেজার পেটে লাথি মারেন।

“এতে খোদেজা সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে পাশের খিলা বাজার থেকে পল্লী চিকিৎসক বাবুল দাসকে বাড়িতে এনে খোদেজাকে দেখালে তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় ইউনুছ মিয়া বাদী হয়ে ভাই মো. মহরম আলীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছর ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।