সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরায় পৃথক সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 07:23 AM
Updated : 14 August 2018, 07:23 AM

আশাশুনি উপজেলার বদরতলা এলাকায় পরুলিয়া-আশাশুনি সড়কে এসব দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে স্কুলছাত্রী তিথি (১৩) ও শোভনালী এলাকার গহর আলীর ছেলে ভ্যানচালক শরীফুল ইসলাম (৩২)।

আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তিথি মঙ্গলবার সকালে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।

“ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক ও সহকারীকে মারধর করে পুলিশে দিয়েছে। তাদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এর আগে একই এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন ভ্যানচালক শরীফুল ইসলাম।

শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, সোমবার রাতে শরীফুল যাত্রী নেওয়ার জন্য ভ্যান নিয়ে বদরতলায় দাঁড়িয়ে ছিলেন। একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত শরীফুলকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।