বাসের সঙ্গে বরযাত্রীর মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

নরসিংদীর শিবপুর উপজেলায় এক বাসের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের চার আরোহীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অন্তত ১৭ জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 04:00 AM
Updated : 14 August 2018, 10:37 AM

শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার সোনামুড়ি টেক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সজল (২০), সিগ্ধা (৮), প্রান্তিকা (৬) ও বৃষ্টি (৭)। তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলবে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, নরসিংদীর রায়পুরায় এক বিয়ের অনুষ্ঠান শেষে ওই মাইক্রোবাসটি চাঁদপুরে যাচ্ছিল। ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়; ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশুর মৃত্যু হয়।”

বাস ও মাইক্রোবাসের যাত্রী মিলিয়ে আহত ১৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।  

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ সার্জেন্ট হাফিজ মিয়া জানান, দুর্ঘটনার পর মিতালী পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।