রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে শূন্যরেখা অতিক্রমের সময় ১১ রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 06:50 PM
Updated : 13 August 2018, 06:50 PM

ওই নৌকায় পাঁচটি শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ ছিলেন বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।

এক বছর আগে অগাস্ট মাসেই মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। তাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

এই রোহিঙ্গাদের ফের নিতে মিয়ানমার প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ার মধ্যে সোমবার রাতে বাংলাদেশে আসতে চাওয়া রোহিঙ্গা নৌকা ফেরত পাঠান হল।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শরীফুল ইসলাম জোয়ার্দ্দার সাংবাদিকদের বলেন, “রাত সোয়া ১১টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকাকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়।

“এরপরও রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করতে চাইলে বিজিবির সদস্যরা ফিরিয়ে দেয়।”

সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ রোধসহ যে কোনো অপরাধ দমনে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান মেজর শরীফুল।