সিলেটে রাজু হত্যায় মামলা, আসামি ৩৮

সিলেট সিটির নবনির্বাচিত মেয়রের বিজয় মিছিল শেষে হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যায় ৩৮ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 04:58 PM
Updated : 13 August 2018, 05:00 PM

সোমবার রাত ১০টায় নিহতের চাচা দবিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন বলে জানান ওসি মোশাররফ হোসেন।

ওসি জানান, মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

তবে আসামি গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম বলতে রাজি হননি ওসি।

শনিবার রাত সাড়ে ৯টায় নগরীর কুমার পাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন রাজুসহ তিন ছাত্রদল কর্মী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মারা যান সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাজু। আহত জাকির হোসেন উজ্জ্বল ও সালাহ লিটনকে হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে রোববার দুপুরে রাজুর মরদেহের সুরতহাল ও  ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।