লাউখেত কেটেছে প্রতিপক্ষ

‘জমির বিরোধের জেরে’ ঠাকুরগাঁও সদরে এক ব্যক্তির লাউখেত কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 02:05 PM
Updated : 13 August 2018, 02:05 PM

রোববার রাতে সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে সিংপাড়া গ্রামের বনি আলমের ছেলে ওমর ফারুকের খেতে এই ঘটনা ঘটে।

স্থানীয় শহিদুল ইসলাম ও গ্রাম পুলিশ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষক ওমর ফারুক এলাকায় কিছু জমি ক্রয় করে আলু, পাট, সরিষাসহ বিভিন্ন ফসল আবাদ করে আসছিলেন। কিছুদিন আগে তিনি ওই জমিতে মাচা তৈরি করে লাউ চাষ করেন। লাউয়ের লতা বেশ বড় হয়েছিল।

“রোববার রাতের কোনো এক সময় প্রতিবেশী শাহিরুল ইসলাম ১০-১৫ জন লোক নিয়ে ওই লাউ খেতে ঢুকে ২২৮টি লাউ গাছ কেটে ফেলেন।”

খেতের মালিক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহিরুল ইসলামের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। গাছগুলো তো তার কোনো ক্ষতি করেনি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সদর থানার ওসি আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় ওমর ফারুককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শাহিরুল ইসলাম গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন।