গাজীপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

গাজীপুরে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন এবং আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 12:42 PM
Updated : 13 August 2018, 12:42 PM

সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক আসামিতের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. ফারুক আলম (৩৮) শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

রায়ে একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন একই উপজেলা সদরের শ্যামাপদ চৌহানের ছেলে দুলাল চৌহান (৫০)।

একইসঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের করাদণ্ড দেওয়া জয়েছে।

গাজীপুরের আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদে ২০০৮ সালের ২১ মার্চ রাতে শ্রীপুরের লোহাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিলসহ ফারুক আলমকে এবং তিন বোতল ফেনসিডিলসহ দুলাল চৌহানকে আটক করে র‌্যাব।

পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়। তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।