শেরপুরে ষড়যন্ত্রের দায়ে শিবিরের ৩ নেতাকর্মীকে দণ্ড

শেরপুরে রাষ্ট্রীয় ক্ষতিসাধনের উদ্দেশ্যে ষড়যন্ত্রের দায়ে শিবিরের তিন নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 12:21 PM
Updated : 13 August 2018, 12:21 PM

শেরপুরের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের জজ এমএ নূর সোমবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন জেলার নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মানজন আলীর ছেলে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু মাসুম ওরফে মাসুম বিল্লাহ (৩৩), পূর্ব চাঁদগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (২৮) ও শিবিরকর্মী আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৩)।

তাদের মধ্যে আবু মাসুম পলাতক রয়েছেন।

এ মামলায় আদালত আরও ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছে।

তারা হলেন হাফিজুর রহমান (২৮), রুবেল মিয়া (২৮), মো. মিজানুর রহমান (৩৩), মাহফুজুর রহমান (৩১), মো. রসুল (২৩) ও হৃদয় মিয়া (২৩)।

শেরপুরের পিপি চন্দন কুমার পাল মামলার নথির বরাতে বলেন, “২০১৫ সালের ৪ জুন নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদে বসে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতিসাধনের উদ্দেশ্যে ষড়যন্ত্র করেন ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী।

“পুলিশ অভিযান চালিয়ে জিহাদি বই ও লিফলেটসহ কয়েকজনকে আটক করে। পরে নালিতাবাড়ী থানার এসআই মুক্তি মাহমুদ সন্ত্রাসবিরোধী আইনে নয়জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তের পর নালিতাবাড়ী থানার এসআই মো. নজরুল ইসলাম ২০১৬ সালের ৫ মে সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।”

আদালত নয়জনের সাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছে বলে জানান পিপি চন্দন কুমার।