‘ফরম পূরণে অতিরিক্ত ফি’, কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্নাতকের (সম্মান) ফরম পূরণে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 11:02 AM
Updated : 13 August 2018, 11:02 AM

সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফি প্রত্যাহার ছাড়াও  ক্যান্টিন চালু, খেলার মাঠ সংস্কার, পরিবহন ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে এ সময় শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, গত বছর স্নাতকসহ (সম্মান) সব পরীক্ষায় ফি নির্ধারণ করা হয় দুই হাজার ৭০০ টাকা। এ বছর তা বাড়িয়ে প্রায় ৫ হাজার টাকা নির্ধারণ করেছেন অধ্যক্ষ।

বিভিন্ন ভুয়া, ভিত্তিহীন ও মনগড়া খাতে বরাদ্দ দেখিয়ে ফি নির্ধারণ করা হয়েছে; যা শিক্ষার্থীদের কোনো কাজেই আসে না বা সুযোগ-সুবিধা পাওয়া যায় না বলে অভিযোগ তাদের।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডকেন অধ্যক্ষ কাজী মঞ্জুর কাদির।

সভায় শির্ক্ষাথীদের আন্দোলন ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।