মাগুরায় ‘দুদলের বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

মাগুরার মহম্মপুর উপজেলায় ‘দুদল ডাকাতের’ কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি প্রায় এক ডজন মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 03:56 AM
Updated : 11 August 2018, 03:56 AM

পলাশবাড়িয়া ইউনিয়নের রামপুর গ্রামে শনিবার ভোররাতে এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত বাশার বিশ্বাস ওরফে সোহাগ (৪০) উপজেলার নহাটা ইউনিয়নের বিল্লুপাড়া গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে লুটের টাকার ভাগাভাগি নিয়ে রামপুর গ্রামে দুদল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়।

“এ সময় প্রতিপক্ষের গুলিতে ডাকাত সর্দার বাশার বিশ্বাস ওরফে সোহাগ গুলিবিদ্ধ হন। মহম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড বন্দুকের গুলি, তিন রাউন্ড বন্দুকের গুলির খোসা ও চারটি রামদা উদ্ধার করেছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল আরও জানান, বাশার বিশ্বাসের নামে মহম্মদপুরসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও সহিংসতার ১০টি মামলা রয়েছে।