কাপাসিয়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রকৌশলীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি ভবনে আগুনে পুড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে; দগ্ধ হয়েছেন আরও দুইজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 04:51 PM
Updated : 10 August 2018, 04:51 PM

শুক্রবার সন্ধ্যায় তরগাঁও ঋষিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

নিহত মাসুদ রানা (৩৮) সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এনডি কনস্ট্রাকশন কোম্পানির প্রকৌশলী। তার বাড়ি পাবনায়।

দগ্ধরা হলেন ভবন মালিক কফিল উদ্দিন (৫৫) ও তার কর্মচারী আলমগীর (১৯)। তাদেরকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিভিয়েছেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাকির হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তরগাঁও ঋষিপাড়া মোড়ে কফিল উদ্দিনের দ্বিতল বাড়ির নিচতলার দোকানে আগুন ধরে। অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

“এ সময় ভবনটির নিচতলার দোকানে বসে থাকা প্রকৌশলী মাসুদ রানা পুড়ে মারা যান। আগুন নেভাতে গিয়ে ভবন মালিক ও তার কর্মচারী দগ্ধ হন।”

আগুনে বাড়িটির নিচতলার দোকান ও মালামাল পুড়ে গেছে বলে জানান জাকির।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রহমান বলেন, “আহতরা ১৫ ভাগ দগ্ধ হয়েছেন; অবস্থা আশংকাজনক নয়।”