লালমনিরহাটে ট্রাকচাপায় ৩ রিকশা আরোহী নিহত

লালমনিরহাটে পাথর বোঝাই ট্রাক চাপায় এক রিকশাচালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 05:45 PM
Updated : 9 August 2018, 05:45 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বিজিবি ক্যান্টিনের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান।

নিহতরা হলেন, শহরের খাতাপাড়া এলাকার রিকশা চালক দুলাল মিয়া (৪০), পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের লিয়াকত আলী প্রধানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫) ও একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোতালেব হোসেন (৪৫)।

জেলা সাব রেজিস্টার অফিসের (মোহরার) কর্মচারী জাহাঙ্গীর ও মোতালেব রিকশা আরোহী ছিলেন।

আহতদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক বিজিবি ক্যান্টিনের পাশে রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক দুলাল, যাত্রী জাহাঙ্গীর ও মোতালেব নিহত হন।

চাপা দিয়ে পালানোর সময় সেনামৈত্রী মার্কেটের পাশে গিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে তা উল্টে চালকসহ চারজন আহত হয় বলে জানান তারা।

লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মন্জুর মোর্শেদ দোলন জানান, আহতদের মধ্যে অটোরিকশা চালক জুয়েল ও যাত্রী জোসনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহফুজ বলেন, পরে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।