লক্ষ্মীপুরে ট্রলির ধাক্কায় নারী নিহত, চালককে মারধর

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রলিচাপয় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী চালককে মারধর করে পুলিশে দিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 07:18 AM
Updated : 9 August 2018, 07:18 AM

এছাড়া তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে রাখালিয়া বাজার এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া আক্তার রায়পুর বেঙ্গল শু ফ্যাক্টরির শ্রমিক। সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা তিনি।

সকালে কারখানায় যাওয়ার সময় বালুবাহী ট্রলিটি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন বলে এলাকাবাসী জানিয়েছে।

ওসি আজিজুর বলেন, সুফিয়ার মৃত্যুর পর তার সহকর্মী শ্রমিকরা ট্রলির চালককে আটক করে মারধর দেয়। তাছাড়া তারা ঢাকা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে চালকের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

আটক মুরাদ রায়পুর পৌরশহরের আব্বাস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।