আশুলিয়ায় আগুনে পুড়ল ১৪ ঘর

ঢাকার সাভারে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে ১৪টি ঘর পুড়ে গেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 10:13 AM
Updated : 8 August 2018, 10:18 AM

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, আশুলিয়ার পশ্চিম গুমাই এলাকায় এসহাক মণ্ডলের বাড়িতে বুধবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, “আগুনে টিনশেড ঘরের ১৪টি কক্ষ সব মালপত্রসহ পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ওই বাড়িতে ওই এলাকার পোশাক শ্রমিকরা থাকতেন।

ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা জানান, সকালে তারা কক্ষগুলো তালাবদ্ধ করে কর্মস্থলে যান। হঠৎ আগুনের খবর পেয়ে কারখানা থেকে ফিরে এসে দেখেন সব পুড়ে গেছে।

কয়েকজন শ্রমিক জানান, মঙ্গলবার তারা বেতন পেয়েছেন। বেতনের সব টাকা ঘরেই ছিল। আগুনে সব পুড়ে গেছে। পরনের একটি কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।

বাড়ির মালিক এসহাক মণ্ডল বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি এসে দেখেন, ১৪টি ঘরের সব মালপত্র ছাই হয়ে গেছে।

বাড়ি ও মালপত্র পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।