‘নিঝুম দ্বীপের দেশ’ নিয়ে বই

নোয়াখালী জেলাকে ‘নিঝুম দ্বীপের দেশ’ হিসেবে পরিচিত করানোর প্রক্রিয়ায় বই প্রকাশ করেছে জেলা প্রশাসন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 08:09 AM
Updated : 8 August 2018, 08:27 AM

‘নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী’ নামে বইটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার বলেন, নয়নাভিরাম সৌন্দর্যের আধার নিঝুম দ্বীপ। চর, দ্বীপ, সমভূমি নিয়ে গড়ে ওঠা এ জেলায় যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি ইতিহাস-ঐতিহ্যে বাংলাদেশের প্রাচীনতম জেলা হিসেবে নোয়াখালীর স্বীকৃতি সুপ্রাচীন।

“জেলার দক্ষিণ দিকে বিস্তীর্ণ চরাঞ্চলে মহিষের চারণভূমি গড়ে উঠেছে। মহিষের দুধ থেকে তৈরি দই দেশজুড়ে প্রসিদ্ধ। এসব বিষয় নিয়ে প্রকাশিত বইটি নোয়াখালীকে দেশ-বিদেশে তুলে ধরবে বলে আশা করি।”

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় জেলা প্রশাসন বইটি প্রকাশ করেছে বলে জানান জেলা প্রশাসক।

বইটির সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রউফ মণ্ডল বলেন, জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা, দর্শনীয় স্থান, গুণিজন পরিচয়, বিভিন্ন বিষয়ে ছবিসহ পর্যাপ্ত তথ্য তুলে ধরা হয়েছে বইটিতে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মাহবুবুল আলম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন।

ছবি: জেলা প্রশাসন